Apan Desh | আপন দেশ

বান্দরবানে মাসব্যাপী পর্যটন ছাড়

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:২১, ৭ নভেম্বর ২০২৪

বান্দরবানে মাসব্যাপী পর্যটন ছাড়

ছবি: সংগৃহীত

প্রায় এক মাসের নিষেধাজ্ঞার পর বান্দরবান জেলা এখন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত। ক্ষতি পুষিয়ে নিতে ও চলতি মৌসুমে পর্যটন খাতকে চাঙ্গা করতে জেলা ব্যবসায়ীরা এক মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ঘোষণা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম। উপস্থিত ছিলেন হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতারা।

বক্তারা জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তারা পর্যটন খাতে ক্ষতি পূরণের প্রত্যাশা করছেন। এ সময়ে হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিস্ট পরিবহনে বিশেষ ছাড় দেয়া হয়েছে। পর্যটকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ ও রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এ ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ আবারও শুরু করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

গত ৮ অক্টোবর থেকে বান্দরবান জেলা প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছিল। সে সময়ে পর্যটন ব্যবসায়ী, গাইড, হোটেল মালিকসহ হাজার হাজার মানুষ চরম আর্থিক সমস্যায় পড়েন। কোভিড-১৯ পরবর্তী বান্দরবানে ২০২৩ সালের বন্যা ও পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফের বিরোধী যৌথবাহিনীর অভিযানসহ নানা কারণে বারবার পর্যটন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এ ছাড় বান্দরবানে পর্যটন ব্যবসা পুনরায় সচল হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা