Apan Desh | আপন দেশ

মাদারিপুরে সংর্ঘষে এক শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৪২, ১৮ জুলাই ২০২৪

মাদারিপুরে সংর্ঘষে এক শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে কোটাবিরোধী আন্দোলনের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান প্রধান সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের শকুনী লেকের পাড়ে নিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে পারলেও নিহত শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দলটি। নিহত শিক্ষার্থীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়