Apan Desh | আপন দেশ

মসজিদে জুতা চুরি, প্রবাসীকে ফেরত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ১১ জুন ২০২৪

আপডেট: ১১:২৪, ১১ জুন ২০২৪

মসজিদে জুতা চুরি, প্রবাসীকে ফেরত

ছবি : সংগৃহীত

মসজিদ থেকে জুতা চুরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জুতা চুরির দায়ে এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। অভিযুক্ত ওই প্রবাসী মিশরের নাগরিক। ইতোমধ্যেই তাকে গ্রেফতারও করেছে কুয়েত পুলিশ।

রোববার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক মিশরীয় প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন>> কোকের বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শিমুল

অভিযুক্ত ওই প্রবাসীর বিরুদ্ধে একাধিক চুরিসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজুলিউশন অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মিশরের ওই লোকটি জুতা চুরির কাজে লিপ্ত রয়েছেন। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে বলেও জানিয়েছে গালফ নিউজ।

আপন দেশ/এমকেজে/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়