অর্থ আত্মাসাত মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। জমি কেনার নামে অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। এরপর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মোট ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়।
০৭:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার