সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ
ঢাকার পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ট্রেনিং সেন্টার থেকে সাইফুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে ট্রেনিং সেন্টারের অভ্যন্তরে অবস্থিত একটি অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এসআই সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
০৩:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার