Apan Desh | আপন দেশ

মে মাসে শেয়ার বাজার যেমন গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ১ জুন ২০২৪

মে মাসে শেয়ার বাজার যেমন গেল

ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম দুই মাসে দেশের শেয়ার বাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছিল। এরপর থেকে শেয়ার বাজারে বড় দরপতন দেখা গেছে।। সর্বশেষ মে মাসে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩৩৩ পয়েন্ট হারিয়েছে। তবে আলোচ্য মাসে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২৯ শতাংশ। মূলত লোকসান এড়াতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতার কারণে মে মাসে শেয়ার বাজারে নিম্নমুখিতা দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইবিএল সিকিউরিটিজের মাসিক শেয়ার বাজারে পর্যালোচনায় দেখা যায়, গত এপ্রিল শেষে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৮৫ পয়েন্টে। মে মাসে সূচকটি ৩৩৩ পয়েন্ট বা ৬ শতাংশ কমে ৫ হাজার ২৫২ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৮ মাসের মধ্যে সর্বনিম্ন। গত এপ্রিলে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ৭০ লাখ ডলারের লেনদেন হয়েছে। মে মাসে তা বেড়ে ৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

এক বছর ধরেই শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ নিম্নমুখী। এর মধ্যে গত বছরের মে মাসে দৈনিক গড়ে ৮ কোটি ২০ লাখ ডলার, জুনে ৭ কোটি ৬০ লাখ, জুলাইয়ে ৭ কোটি ২০ লাখ, আগস্টে ৪ কোটি, সেপ্টেম্বরে ৫ কোটি ৭০ লাখ, অক্টোবরে ৪ কোটি ২০ লাখ, নভেম্বরে ৩ কোটি ৯০ লাখ, ডিসেম্বরে ৪ কোটি ৯০ লাখ এবং এ বছরের জানুয়ারিতে ৬ কোটি ৫০ লাখ, ফেব্রুয়ারিতে ১১ কোটি ৫০ লাখ ও মার্চে ৫ কোটি ৪০ লাখ ডলারের লেনদেন হয়েছে শেয়ার বাজারে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ার বাজারের অনিশ্চিত ভবিষ্যতের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক কড়াকড়ির কারণে মুদ্রাবাজারে ক্রমবর্ধমান সুদহার বাজারের দীর্ঘস্থায়ী দরপতন পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আগামী অর্থবছরে মূলধনি আয়ের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের করারোপের খবর বিনিয়োগকারীদের হতাশা বাড়িয়েছে। ফলে মাসজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করার প্রবণতা দেখা গেছে।

মে মাসে শেয়ার বাজারের বাজার মূলধন কমেছে ৯০৫ কোটি ডলার। গত এপ্রিলে বাজার মূলধন ছিল ৬ হাজার ৪১০ কোটি ডলার, যা মে মাসে ৫ হাজার ৫০৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ মাসে জিডিপি ও বাজার মূলধনের অনুপাত দাঁড়িয়েছে ১২ শতাংশে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে দেশের শেয়ার বাজারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ১৩ দশমিক ৪৯।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়