Apan Desh | আপন দেশ

সূচক কমেছে, লেনদেন বেড়ে ৯১৮ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ৩ মার্চ ২০২৪

আপডেট: ১৫:২২, ৩ মার্চ ২০২৪

সূচক কমেছে, লেনদেন বেড়ে ৯১৮ কোটি

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে এদিন লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, দেশের প্রধান এ শেয়ার বাজারে রোববার সবগুলো সূচক ছিল নিম্নমুখী। টাকার অঙ্কে এদিন ৯৮১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৯১৬ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্সে লেনদেন শেষে ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ্ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন মোট ৩৯২ কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছিল। যার মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়