Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্যাসিফিক ডেনিমস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ১৮ নভেম্বর ২০২৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্যাসিফিক ডেনিমস

ফাইল ছবি

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি নয় লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন আট কোটি ৮১ লাখ ৮০ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫২ কোটি ১০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪২ লাখ টাকা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি  ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, দ্য ঢাকা ডাইং, এসকে ট্রিমস, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়