Apan Desh | আপন দেশ

টস জিতল উইন্ডিজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৫০, ১৮ অক্টোবর ২০২৫

টস জিতল উইন্ডিজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তান লজ্জা ঢাকতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ফের মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ  সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজ দল। শনিবার (১৮ অক্টোবর)মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে  টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন সফরকারি দলের অধিনায়ক শাই হোপ। ফলে ব্যাটিংয়ে নামছেন মেহেদী হাসান মিরাজের  দল। 

দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হচ্ছে। তরুণ এ উইকেটরক্ষক-ব্যাটারকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।

আরও পড়ুন<<>>আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

অন্যদিকে দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একাদশে সুযোগ পাননি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। তবে অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে।

ওয়ানডে ক্রিকেটে তুলনামূলক আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটেই সবচেয়ে বেশি ধুঁকছে দলটি। সর্বশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও  মোস্তাফিজুর রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়