Apan Desh | আপন দেশ

ঋতুপর্নাকে বাড়ি তৈরি করে দিবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১২:১৫, ১০ আগস্ট ২০২৫

ঋতুপর্নাকে বাড়ি তৈরি করে দিবে বিসিবি

ছবি : আপন দেশ

প্রায় আড়াই দশকের চেষ্টায় নানা প্রতিবন্ধকতা ও সঙ্কট কাটিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। চলতি বছরে নতুন মাত্রায় পৌঁছেছে মেয়েরা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে লাল সবুজের মেয়েরা। যার অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা। ফুটবলে অসম্ভব মেধা সম্পন্ন এ খেলোয়াড়ের বাড়ি দুর্গম পাহাড়ী এলাকা রাঙামাটিতে। বাঁশের বেড়া দিয়ে তৈরি এ বাড়িতে বসবাস করেন জাতীয় দলের তারকা ফুটবলার। 

স্থানীয় প্রসাশন জায়গা দিলেও ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। সবকিছু ঠিক থাকলেও তার এলাকা থেকেই অজ্ঞাত বাধা আসে। অবশেষে জটিলতা কেটে যাচ্ছে। বিসিবি থেকে ঋতুপর্ণার গ্রামের বাড়ী তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বিসিবি থেকে ইতিমধ্যে সাফ জয়ী এ ফুটবলারের বাড়ী তৈরির ব্যাপারে খোঁজ নেয়া হয়েছে। জেলার ইজ্ঞিনিয়ারদের সঙ্গে কথা বলে আনুমানিক ব্যায় ঠিক করা হয়েছে ১৫ থেকে ১৮ লাখ টাকা। কবে নাগাদ বাড়ির কাজ শুরু হবে তা নির্দিষ্ট না হলেও বাড়ি তৈরির ঘোষণা এসেছে বিসিবির সভা শেষে।  

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য রাঙামাটির ঘাগড়া বাজারের কাছাকাছি সরকার থেকে জমি পেয়েছিলেন এই ফুটবলার।

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়