Apan Desh | আপন দেশ

হাজারও দৌড়বিদের অংশগ্রহণে ওয়ান রান ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ মে ২০২৫

আপডেট: ১০:৩৯, ২৪ মে ২০২৫

হাজারও দৌড়বিদের অংশগ্রহণে ওয়ান রান ম্যারাথন

ছবি : আপন দেশ

সহস্রাধিক দৌড়বিদের অংশগ্রহণে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথন-২০২৫। শনিবার (২৪ মে) ভোর ৪টা থেকে এ ম্যারাথন শুরু হয়ে চলে সকাল ৭টা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন ১ হাজারের বেশি দৌড়বিদ। গেম প্লে লিমিটেড ও রাশিয়ান হিরো লীগের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক গেম প্লে লিমিটেডের স্ট্রাইকাফ মাকসুমুল উল হোসাইন জানান, আমাদের মোট ৪টা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ দশমিক ১ কি.মি., ১০ কি.মি., ৫ কি.মি. ও ১ কি.মি. রেসে ম্যারাথন হয়েছে। প্রত্যেকটার শুরুর পয়েন্ট আলাদা। ম্যারাথন শেষ হয়েছে হাতিরঝিল এম্ফিথিয়েটারে।

আয়োজকরা জানান, ২১ দশমিক ১ কি.মি. রেস শুরু হয় হাতিরঝিলের রামপুরা ব্রিজ থেকে, ১০ কি.মি. রেস শুরু হয় এফডিসি পয়েন্ট থেকে, ৫ কি.মি. রেস শুরু হয়েছে হাতিরঝিল এম্ফিথিয়েটার থেকে, ১ কি.মি. রেস শুরু হয় হাতিরঝিল এম্ফিথিয়েটার থেকে শেষ ও হয়েছে একই পয়েন্টে।

তারা জানান, ২১ দশমিক ১ কি.মি. রেস ৩ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে, ১০ কি.মি. রেস ১ ঘণ্টা ৪০ মিনিট এবং ৫ কি.মি. রেস শেষ করার সময়সীমা ছিল ৫০ মিনিট। ১ কি.মি. রেসের কোনো সময়সীমা ছিল না।

২০ মে রাজধানীতে আন্তর্জাতিক ম্যারাথন ‘ওয়ান রান’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। ঢাকার রাশিয়ান হাউসে বড় পরিসরে দৌড় প্রতিযোগিতা ‘ওয়ান রান’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে আয়োজকরা জানান, ‘সার্বিয়া, বাহরাইন, আর্মেনিয়া, মিশর, কিরগিজস্তান, পাকিস্তান, নেপাল, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত এবং চীনসহ বিশ্বব্যাপী ২৫টি দেশ থেকে ২ লাখেরও বেশি অংশগ্রহণকারী এতে একত্রিত হবেন। এ বছর বাংলাদেশ প্রথমবারের মতো এ ম্যারাথনে অংশ নেন, 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়