
প্রতীকী ছবি
বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরও দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরছে না। মাঝে মধ্যে বাজারে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও তা বেশিক্ষণ টিকছে না; পরক্ষণেই ফের শুরু হচ্ছে দরপতন। ফলে দীর্ঘদিনের লোকসানের বৃত্ত থেকে বিনিয়োগকারীরা বের হতে পারছেন না। একের পর এক নতুন সমস্যা দেখা দেয়ায় বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
গত সোমবার (২০ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থান দেখা যায়। এদিন দরপতনের তুলনায় প্রায় ছয়গুণ বেশি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সব সূচক প্রায় দেড় শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমে প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কারণ বাজারে বিক্রির তুলনায় ক্রয়ের আদেশ কম ছিল।
এর আগে জুন মাসে দীর্ঘ পতনের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই আবারও দরপতন শুরু হয়। তাই সোমবারের এ উত্থান কতটা স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব ও জল্পনা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে মার্জিন ঋণবিধিমালা নিয়ে বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে- এমন গুজব ছড়িয়ে পড়েছে। কিছু অসাধু ব্যক্তি ও ব্রোকারেজ হাউস নিজেদের স্বার্থে আতঙ্ক তৈরি করছে, ফলে প্যানিক সেলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি ব্যাংক একীভূতকরণ, কিছু আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এবং জুন ক্লোজিং কোম্পানিগুলোর দুর্বল পারফরম্যান্সও বাজারকে চাপে ফেলেছে।
আরও পড়ুন<<>> সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়
গত এক বছরে সরকারের উদ্যোগ ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদক্ষেপে শেয়ারবাজারে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছিল। নতুন ও পুরনো বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছিল, লেনদেন ও দর উভয়ই উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি নানা বিতর্ক, গুজব ও কিছু প্রভাবশালী গোষ্ঠীর কারসাজির অভিযোগে বাজার আবারও ধীরগতি হচ্ছে।
বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক দরপতনের পেছনে মূলত চারটি কারণ রয়েছে-ডিএসইর অযাচিত হস্তক্ষেপ, মার্জিন ঋণ সংক্রান্ত অনিশ্চয়তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু চিঠিপত্র, এবং শেয়ারদর বাড়লেই নোটিস ইস্যুর কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বৃদ্ধি।
অভিযোগ উঠেছে, অতীতের কেলেঙ্কারির সঙ্গে জড়িত একটি চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। বাজার সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ার কারসাজির লিখিত অভিযোগ অর্থ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। এ চক্র বাজারে কৃত্রিম ওঠানামা ঘটিয়ে মুনাফা অর্জনের চেষ্টা করছে, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ফলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার আগেই বিনিয়োগকারীরা আবারও অনিশ্চয়তায় পড়েছেন। বাজারে তারল্য হ্রাস পাচ্ছে এবং আস্থার সংকট আরও গভীর হচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।