Apan Desh | আপন দেশ

নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫

নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি ডায়ালগ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মশিউর রহমান মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীসহ বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়। 

আরও পড়ুন<<>>৩ ভারতীয় নাগরিককে পুশইন করলো বিএসএফ

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মহসীনের সঞ্চালনায় অ্যাডভোকেসি ডায়লগে সভা প্রধানের দায়িত্ব পালন করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান। ডায়লগে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক সহ অনান্য প্রতিনিধি গন অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়