মির্জা আব্বাস।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে, তারা হাদির মৃত্যু কামনা করেছিল। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এ দলটি সবসময় ষড়যন্ত্র করে এসেছে। আমার নির্দেশনা পেলে, তাদেরকে তুলাধোনা করত আমাদের ছেলেরা। মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
হাদির ওপর হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত’ আখ্যায়িত করে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, এ আঘাতকে প্রতিহত করতে হবে। অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করে তিনি বলেন, হাদির ওপর হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেয়া হয়েছিল। তারা চেয়েছিল হাদি মারা যাক।
হাদিকে ‘নিজের সমতুল্য প্রার্থী’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার ওপর হামলায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। হাদির ওপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেয়া হয়।
দেশের বর্তমান ক্রান্তিলগ্নে অনুসন্ধিৎসু সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, ১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। জাতির এ ক্রান্তিলগ্নে আমি অনুসন্ধিৎসু সাংবাদিকতা করার আহবান জানাই।
বিক্ষোভ সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেন। অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































