ফাইল ছবি
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দিবসের শুরুতে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আরও পড়ুন<<>>সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা
বিকেল ৩টায় বাসা থেকে বের হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।
শায়রুল কবির জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































