ছবি : আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় সহিংসতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন<<>>অষ্টম শ্রেণী পাস নেতার হাতেও বিএনপির মনোনয়ন!
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি এবং সড়ক অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে আছেন—আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহবায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিটের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































