Apan Desh | আপন দেশ

দুর্গাপূজাকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১ অক্টোবর ২০২৫

দুর্গাপূজাকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

ছবি : আপন দেশ

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে পূজামন্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে।

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সে শপথ নিয়েছে।

আরও পড়ুন<<>>‘গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না’

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহবানও জানিয়েছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়