
ছবি: আপন দেশ
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরের পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়। সঙ্গে প্রকাশ করা হয় একটি ছবি। ছবিতে দেখা গেছে, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন নুর; নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের জানান, নুরের অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নাক ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
আরও পড়ুন<<>>নুরুল হক নুর ঢামেক আইসিইউতে ভর্তি
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নুর।
এর আগে বিজয়নগরে বিক্ষোভকালে লাঠিচার্জে আহত হয়ে মাটিতে পড়ে যান নুর। সহকর্মীরা তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার পর ঢাকা মেডিকেলে ছুটে আসেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আসিফ নজরুলকে দেখে গণঅধিকারের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং কিছু সময়ের জন্য তাকে অবরুদ্ধ রাখেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।