Apan Desh | আপন দেশ

‘সরকার দেশকে নতুন ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ৯ আগস্ট ২০২৫

‘সরকার দেশকে নতুন ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে’

নাসির উদ্দিন পাটোয়ারী। ফাইল ছবি

সংস্কার, বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শনিবার (০৯ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে। গণঅভ্যুত্থান জনগণ করেছে দেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য। তারা (ফ্যাসিস্ট সরকার) মানুষকে খুন করেছে। তাদের বিচার, দেশের একটি আমূল সংস্কারের মধ্যদিয়ে মানুষ যাতে শান্তি পেতে পারে, একটি সুখী-সমৃদ্ধ দেশ হয়, সেটার জন্য মানুষ জীবন দিয়েছিল।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যদি মৌলিক কাঠামোতে পরিবর্তন না আসলে শহীদদের ও দেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

এনসিপির এ নেতা মনে করেন, সরকারের উচিত ছিল জুলাই সনদের তারিখ ও বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা। কিন্তু তা না করে শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।

সরকারের প্রতি আহবান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে, একইসঙ্গে এগুলোর তারিখ বা প্রস্তাবনা জাতির সামনে উন্মোচন করা উচিত। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়