
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মুহূর্তেই স্কুল আঙিনায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। যাদের অধিকাংশই স্কুলের শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৬৪ জন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পরে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় স্কুল ছুটি হচ্ছিল। শিক্ষার্থীরা অনেকেই স্কুল গেটে বা আঙিনায় দাঁড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আকাশ থেকে একটি বিমান ভবনে এসে আছড়ে পড়ে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভবন ও বিমানটিতে।
আহত এক শিক্ষক বলেন, ঠিক স্কুল ছুটির সময় শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায় ধোঁয়ায়। শুধু আগুন দেখতে পাচ্ছিলাম, তারপর ধোঁয়া…। শিশুদের বইভর্তি ব্যাগগুলো তখনো স্কুল আঙিনায় পড়ে ছিল। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই মা-বাবার সঙ্গে বাড়ি ফিরতো। কিন্তু অনেকেই আর কখনো ফিরবে না। কেউ কেউ দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যুক্ত হন। বিমানের ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়।
এ দুর্ঘটনা দেশের মানুষের মনে তীব্র ব্যথা সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে মানুষ নিহতদের জন্য শোক প্রকাশ ও আহতদের সুস্থতার প্রার্থনায় সোচ্চার হয়েছে। অনেকেই এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।