Apan Desh | আপন দেশ

জামায়াতের সমাবেশে যোগ দিতে স্পেশাল ট্রেন অনুমোদন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৩, ১৮ জুলাই ২০২৫

জামায়াতের সমাবেশে যোগ দিতে স্পেশাল ট্রেন অনুমোদন

ফাইল ছবি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এ সমাবেশে নেতাকর্মীদের আনতে বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এক জোড়া করে স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের সাপেক্ষে বিধি মোতাবেক ট্রেন দুটি বরাদ্দ দেয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন বরাদ্দের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে চলাচলকারী এ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। ট্রেনটি শুক্রবার (১৮ জুলাই) রাত ১টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং সমাবেশ শেষ করার পর শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল ১৬ জুলাই (বুধবার) এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন।

আরওপড়ুন<<>>‘সব ষড়যন্ত্র রুখে দেয়ার সাহস আছে বিএনপির’

চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। এ ট্রেনে ১৪টি বগি থাকবে এবং মোট আসন সংখ্যা ১,১৭৯ টি। এর মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। মধুমতি এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন তা যমুনা সেতু হয়ে চলাচল করবে। এছাড়াও ট্রেনটি উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, উপর্যুক্ত তথ্যাদির আলোকে স্পেশাল ট্রেন পরিচালনা এবং প্রচলিত নিয়ম অনুসারে বর্ণিত ট্রেনগুলোর অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য সব পাওনা পরিশোধ সাপেক্ষে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকায় ছেড়ে ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষ থেকে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ মোসা. আরফিন নাহার বরাদ্দের চিঠিটি ইস্যু করেন।

চিঠিতেও বলা হয়েছে, এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইন বলেন, শনিবার মহাসমাবেশ সফল করার জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাজশাহী মহানগরী থেকে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মহানগরীতে থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন। আমাদের রিজার্ভ ট্রেন সাড়ে ১২টায় রাজশাহী থেকে ছাড়বে। এছাড়াও আজকে বিকেল থেকে যত ট্রেন যাবে, সবগুলো ট্রেনের যাত্রীই আমাদের নেতাকর্মীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়