
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা।
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি সরকারের তিন উপদেষ্টার—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের—অব্যাহতি দাবি করেছে।
বিএনপি বলেছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে। এ ব্যক্তিরা সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতায় যুক্ত। তাদের পদে থাকা সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাদের অব্যাহতি দিতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন>>>আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক
অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে; উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয়, নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এ সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।
মোশাররফ হোসেন বলেন, সংস্কার ও নির্বাচনপ্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি ও মানবতাবিরোধীদের বিচারের কার্যক্রমও চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। তারা জানান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে বিএনপি তার সহযোগিতার নীতিও পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।