Apan Desh | আপন দেশ

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৫৭, ৩ ডিসেম্বর ২০২৫

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিগত ১২ বছরে আলেম সমাজকে কোনোকাজে স্বীকৃতি দেয়া হয়নি। এ অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (০৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে নিজেদের অধিকার আদায়ে, সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে। তবে বিগত ১২ বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেয়া হয়নি।
 
তিনি আরও বলেন, খেলাধুলার বাইরে ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।

এ সময় আগামীতে হাজারীবাগ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়