গ্রামীণ ব্যাংক ভবন ও ককটেল
রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে। এ ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
আরও পড়ুন<<>>আধা ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন
অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
একই সময়ে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ২৭ নম্বর মাইডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল সাড়ে ৭টায় একটি মোটরসাইকেলে দু-তিনজন এসে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































