Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫৯, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২৮, ৪ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মিথুন ঢালী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সম্প্রতি শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ওই জিডি করেন। জিডিতে তাকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ওসি। 

অভিযুক্ত মিথুন ঢালী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। বিদেশি একটি নম্বর থেকে কল করে এ হুমকি দেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান। 

আরও পড়ুন>>>‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি’

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী গতকাল শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মিথুন ঢালীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জাজিরা ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালীর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়