
ছবি: সংগৃহীত
গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় বাধা দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ কাজটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ বলেও জানানো হয়।
শুক্রবার (০৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আটক সব মানবিক সহায়তা কর্মী ও কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহবান জানিয়েছে।
আরও পড়ুন<<>>গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা ‘শেষ’
গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গাজায় গণহত্যা ও মানবিক সহায়তা অবরুদ্ধ করা অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা দখল করা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে। ইসরায়েলকে অবশ্যই গাজায় তার অবাধ প্রবেশের অনুমতি দিতে হবে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
চরম দুর্দশা ও অব্যাহত দুর্দশার সময়ে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ সরকার ও জনগণ অবিচল সংহতি প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।