
মো. শফিকুল ইসলাম।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সহ্য করা হবে। এ মন্তব্য করেছেন সেনা সদরের মিলিটারি অপারেশন্স পরিদফতরে কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এ দেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।
আরও পড়ুন>>>ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী
তিনি বলেন, আপনারা জানেন বিগত এক বছরের বেশি সময় ধরে আমরা ধৈর্য্য ও অত্যন্ত পরিশ্রমের সঙ্গে দেশের সরকার-জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা উন্নতি করা বা আইনশৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর কাজ নয়। আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, তার মাধ্যমে আমরা গ্রেফতার, আটক ও হস্তান্তর করতে পারি। কোনো আইনি প্রকৃয়ায় সাজা দিতে পারি না।
তিনি আরও বলেন, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত ভাবে একসঙ্গে কাজ করতে হবে। অলেরেডি সবাই কাজ করা শুরু করেছি। সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আশা করছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।