Apan Desh | আপন দেশ

‘নির্বাচন উপলক্ষে সব ব্যবস্থা নিচ্ছে ইসি’

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৮, ৪ আগস্ট ২০২৫

‘নির্বাচন উপলক্ষে সব ব্যবস্থা নিচ্ছে ইসি’

ইসি সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন, আইনি সংস্কার, বিদেশি পর্যবেক্ষক ইত্যাদি বিষয় রোডম্যাপ ধরে কাজ করার কথা জানালেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (০৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ভোটের প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন তিনি।

তফসিল প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের। যখন ইসি সিদ্ধান্ত নেবে, আমরা জানাব।  

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। আমাদেরও গোছানোর সময় দিতে হবে। যেগুলো একটু একটু হচ্ছে, জানাচ্ছি। যেগুলো চলমান, সেগুলোও জানাচ্ছি। ভবিষ্যতে কী আসবে, তা জানাব।

অক্টোবরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ইসির কিছু কাজ বাকি রাখতে হবে, যেটা অক্টোবরের পরে বলা যাবে।

কাল বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

রোডম্যাপ প্রসঙ্গে  ইসি সচিব বলেন, আজই আমি বেশ কিছু টাইমলাইন ধরে কথা বলেছি। জাতীয় নির্বাচনকে টার্গেট করে সব ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সে অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের প্রস্তুতি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয়, সেগুলো তুলে ধরা হচ্ছে।

দলের আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে তিনি জানান, নিবন্ধিত ৫১ (আওয়ামী লীগসহ) দলের মধ্যে ৩১ জুলাইয়ের মধ্যে ৩০টি দল নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে। ১৫টি দল সময় বাড়াতে আবেদন করেছে। ছয়টি দলের মধ্যে একটি নিবন্ধন পেয়েছে। এ বছর তাই অডিট রিপোর্ট জমা দেয়নি। পাঁচটি দল অডিট রিপোর্ট জমা দেয়নি। এখন কমিশনে পাঠানোর পর দিকনির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দল নিবন্ধন সম্পর্কে ইসি সচিব জানান, ১৪৫টি দল নিবন্ধন আবেদন করেছে। তথ্য ঘাটতি চেয়ে চিঠি দেয়ার পর ৩ আগস্টের মধ্যে ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে। সময় বাড়াতে আবেদন করেছে ছয়টি দল। ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।

তিনি বলেন, সময় বাড়ানো ও তথ্য ঘাটতি পূরণে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে। ৮০টি দলের আবেদন রিভিউ করছি, ঠিকমতো দিয়েছে কি না, আরও তথ্য ঘাটতি থাকলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আখতার আহমেদ বলেন, এবার তিনটি তালিকা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী, সবশেষ ভোটের একমাস আগে সম্পূরক তালিকা প্রকাশ হবে, যাতে নতুন ভোটাররা যুক্ত হবেন।

তিনি বলেন, বছরের শুরুতে ২ মার্চ একবার হালনাগাদ ভোটার তালিকা করা হয়। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট এবং ভোটের এক মাস আগে সম্পূরক আরেকটি তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ১২ কোটি ৩৭ লাখেরও বেশি ভোটার রয়েছে। ১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।

সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয়েছে। ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি চেয়ে আবেদন আহবান করেছে ইসি। এরপর দাবি আপত্তি শুনানি করে চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করা হবে।  শুনানি শেষে এক মাসের মধ্যে চূড়ান্ত হবে। আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

পর্যবেক্ষক সংস্থা

এরইমধ্যে আবেদন আহ্বান করা হয়েছে। ১০ আগস্টের মধ্যে আবেদন পেলে বিধি অনুযায়ী কাজ শেষ করা হবে বলে জানান ইসি সচিব।

নির্বাচনী সরঞ্জাম ও স্বচ্ছ ব্যালট বাক্স ক্রয় প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ভোটের জন্য সব ধরনের নির্বাচন সামগ্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা হবে। আটটি আইটেম দরকার রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যাবে। ইসির হাতে থাকা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার উপযোগী ও যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে।

প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকারের লক্ষ্যে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে জানিয়ে ইসি সচিব বলেন, এটি বছরে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। শিগগির পরিকল্পনা কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে। নিবন্ধনের প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।

আস্থা নিয়ে ইসির ভাবনা

ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যা যা ব্যবস্থা নেয়া হচ্ছে, নির্বাচন কমিশন ও ইসি সচিবালয় থেকে সব অগ্রগতি, তথ্য দেয়া হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে আস্থার ব্যবস্থা গড়ে উঠবে। এরইমধ্যে দুই শতাধিক কর্মকর্তাকে বদলি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত প্রতিষ্ঠান-জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর এমন মন্তব্যের বিষয়ে ইসি সচিব বলেন, মেরুদণ্ড সোজা না থাকলে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া নয়, আমরা জায়গাটা প্রশাসনিক। এখন পর্যন্ত সোজাই দাঁড়িয়ে আছি। দোয়া করবেন, এভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়