Apan Desh | আপন দেশ

‘জাতীয় সরকার গঠন-নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১৫:২২, ২৯ জুলাই ২০২৫

‘জাতীয় সরকার গঠন-নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

ডিক্যাব টকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ  সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ইয়াও ওয়েন।

তিনি বলেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়‌টি দেশটির অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন কখন হবে এটিও তাদের অভ্যন্তরীণ বিষয়।

এদিন তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, এ প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।

আরওপড়ুন<<>>হঠাৎ সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি পুলিশের

তিনি বলেন, চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয়, এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়।

মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করবে এবং খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা আসবে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়