Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:১৯, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৯, ২৮ জুলাই ২০২৫

‘বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই’

সংগৃহীত ছবি

বাংলাদেশ তার সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবে না। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

আরও পড়ুন>>>‘জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকদের অবদান কোনোদিন ভুলবো না’

৪০ মিনিটের এ বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে কথা বলেন। এ সময় জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং এর গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
 
জ্যাকবসনের সঙ্গে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের আপডেটও শেয়ার করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়