
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি মনে করেন, পিআর পদ্ধতি চালু হলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আসবে।
তিনি বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশের চেহারা পালটে যাবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনীতে এসব মন্তব্য করেন তিনি।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা।
ড. আসিফ নজরুল জানান, জুলাই অভ্যুত্থানের বিচার প্রক্রিয়া পূর্ণমাত্রায় ও নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বিচারাধীন বিষয় হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশে সংযম অবলম্বন করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কিছু মতবিরোধ থাকলেও সামগ্রিকভাবে অগ্রগতি হচ্ছে।
উপদেষ্টারা জানান, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। যদি জুলাইয়ের ঐক্য আর অন্তত ১০ বছর ধরে রাখা যায়, তবে দেশে আর কখনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে না। আশাবাদই হোক আগামী পথচলার প্রধান শক্তি—এ আহবান জানান তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।