Apan Desh | আপন দেশ

‌‌‘আসছে তারেক ভাই’ গানের মোড়ক উন্মোচন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ৭ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৭, ৭ জুলাই ২০২৫

‌‌‘আসছে তারেক ভাই’ গানের মোড়ক উন্মোচন

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ, আবেগ ও ভালোবাসা বরাবরই প্রবল। তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এ আবেগ আরও বহুগুণে বেড়েছে। এবার সে ভালোবাসার প্রকাশ ঘটেছে গানে— “আসছে তারেক ভাই” শিরোনামের এক সঙ্গীতে।

গানটির কথা লিখেছেন ফেরারী ফরহাদ। কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন পাওয়ার ভয়েস খ্যাত মো. তারিকুল ইসলাম মাসুম, বাংলাদেশ আইডলের আরিফ রহমান জয় এবং সেরাকণ্ঠের আরাফাত বিন আমিন। গানটির ভিডিও নির্মাণও হয়েছে, যাতে তুলে ধরা হয়েছে তারেক রহমানের গণমানুষের নেতার ভাবমূর্তি।

সোমবার (০৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গানটির মোড়ক উন্মোচন করা হয়। আয়োজক ছিল ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশ। পুরো অনুষ্ঠানটি আবেগঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন,

“সাংস্কৃতিক চেতনা ছাড়া একটি জাতি এগোতে পারে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সংস্কৃতিকর্মীরা গানের মাধ্যমে যে ভূমিকা রেখেছেন, তা গৌরবময়। আগামী দিনেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ভোকালিস্ট মেজবা রহমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সালাহউদ্দিন খান পিপিএম এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের সদস্য মো. সুমন ভূঁইয়া।

অনুষ্ঠানে অতিথিরা শিল্পী ও কলাকুশলীদের হাতে ক্রেস্ট তুলে দেন। শিল্পীরাও তাদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করেন। পরে কেক কেটে গানটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও মিউজিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়