
ফাইল ছবি
রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (০২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজা নামের ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে খবর পেয়ে শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির তৃতীয় তলায় আগুন লেগেছিল।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা কী কারণে আগুনের সূত্রপাত তা বিস্তারিত কিছু জানায়নি ফায়ার সার্ভিস। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।