Apan Desh | আপন দেশ

ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ১৫ জুন ২০২৫

ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ 

ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুলেছে

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে রোববার (১৫ জুন)। ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের ছুটির আগে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দেশের সব গণমাধ্যমেও শেষ কর্মদিবস ছিল ওই দিন। ৫ জুন শুরু হয় সংবাদ কর্মীদের ৫ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিনের ছুটি।

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব গণমাধ্যমের ঈদের ছুটি শেষ হয় ৯ জুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শেষ হয়েছে ১৪ জুন। 

এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে সরকারি অফিস ১১ ও ১২ জুন ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে ৭ মে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত বিগত স্বৈরাচারের দোসর সচিব, অতিরিক্ত সচিবদের অপসারণ, চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং নিবর্তণমূলক কালো আইন বাতিলের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ১৬ জুন থেকে আবার সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের কার্যকরি সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক বলেন, আরও বৃহৎ আকারে অনেকের সম্পৃক্ততায় কর্মসূচি পালন করব। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, রোববার আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। বিকালে সংগঠনের দায়িত্বশীলরা বসে কর্মসূচি নির্ধারণ করব। কি পদক্ষেপ নেয়া হবে তা গণমাধ্যমকে জানানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা