
ড. মুহাম্মদ ইউনূস।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের শীর্ষ উপদেষ্টা ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>>নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল
বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাখ্যা দেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীর কিছু পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।