Apan Desh | আপন দেশ

আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

সারাদেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৩৪, ২০ মে ২০২৫

আপডেট: ২০:৩৫, ২০ মে ২০২৫

সারাদেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার তাগিদ প্রধান উপদেষ্টার

ড. মুহাম্মদ ইউনূস।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের শীর্ষ উপদেষ্টা ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>>নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাখ্যা দেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীর কিছু পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়