Apan Desh | আপন দেশ

ফ্যাসিস্ট সহযোগী গণমাধ্যমের নিবন্ধন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩০, ২০ মে ২০২৫

ফ্যাসিস্ট সহযোগী গণমাধ্যমের নিবন্ধন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের বিরোধিতা ও গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করা গণমাধ্যমগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতারা।

বক্তব্যে বক্তারা বলেন, যে-সব গণমাধ্যম দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী সংবাদমাধ্যমগুলোকে চিহ্নিত করে অবিলম্বে নিবন্ধন বাতিল করতে হবে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, সিআইডি ইতোমধ্যে ফ্যাসিস্টদের দুর্নীতির তালিকা তৈরি করছে। আমরা আশা করি, সরকার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, সোমবার রাতে সাতক্ষীরা সংরক্ষিত আসনের অবৈধ এমপি লায়লা পারভিন সেজুতি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মদদেই ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছিল।

আরাফাত হোসেন অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা ও একাংশ গণমাধ্যম ষড়যন্ত্র করে ছাত্র-জনতার আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করেছে। তারা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনের গায়ে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়েছে।

তিনি বলেন, আজকের এ মানববন্ধন থেকে আমরা এসব অপপ্রচারকারী গণমাধ্যম ও ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব সুহাইল মাদিন, সদস্য নাঈম বাবু, ইমন হোসেন, মামুন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

তারা সবাই একসুরে বলেন, ফ্যাসিবাদী শক্তির দোসর গণমাধ্যম ও ব্যক্তিদের বিচারের আওতায় আনা না হলে আন্দোলন আরও তীব্র হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়