Apan Desh | আপন দেশ

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২৯, ২০ মে ২০২৫

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

ফাইল ছবি

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। 

সোমবার (২০ মে) দলটির গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্ত স্বাধীনভাবে পরিচালিত সব ইউনিট কমিটি বিলুপ্ত করা হলো।

এর আগে, গত ৩ মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়