
ছবি: আপন দেশ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের ৬ষ্ঠ তলার সোশ্যাল গার্ডেন-১ মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বদিউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনের নির্বাচনী অধিবেশনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। যার ফলে কাউন্সিল অসমাপ্ত থেকে যায়।
তিনি জানান, নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের প্রস্তাব উত্থাপনের সময় প্রতিনিধি সদস্যদের পক্ষ থেকে নানা নতুন প্রস্তাব আসে। এ সময় আগে প্রস্তাবিত প্যানেল থেকে ৯ জন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে পুরো প্যানেলটি খণ্ডিত হয়ে পড়ে।
অধিবেশনের সভাপতি প্রচলিত নির্বাচন পদ্ধতি (গোপন ভোট) অবলম্বন না করে এককভাবে ‘খণ্ডিত প্যানেল’ পাস করানোর উদ্যোগ নেন। এক পর্যায়ে ‘বিষয় নির্বাচনী কমিটি প্রস্তাবিত প্যানেল’ পাস হয়েছে বলে ঘোষণা করা হয়। তাৎক্ষণিক কয়েকজনকে নিয়ে ‘শপথ’ করে সম্মেলনস্থল ত্যাগ করে চলে যান। এমন পরিস্থিতিতে বেশ কিছু বিক্ষুব্ধ প্রতিনিধি সম্মেলন-কক্ষের বাইরে আর একটি খণ্ডিত প্যানেল ঘোষণা করেন। শপথ পাঠ করেন। যা বিধিবহির্ভূত।
তিনি আরও বলেন, এ অবস্থায় বর্তমানে উদীচীর কোনো বৈধ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সংসদ নেই। ইতোমধ্যে সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি প্রতিনিধির মধ্যে প্রায় আড়াই শত প্রতিনিধি অসমাপ্ত ও অসম্পূর্ণ সম্মেলন গণতান্ত্রিকভাবে সমাপ্ত করার আহবান জানিয়ে সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন। উদীচী কেন্দ্রীয় সংসদের অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে আগামী ২০ জুন অসমাপ্ত কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
উদীচীর ত্রয়োবিংশ জাতীয় সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে উদীচীর একক ও ঐক্যবদ্ধ ‘কেন্দ্রীয় সংসদ’ নির্বাচনে সহায়তা করার উদাত্ত আহবান জানান উদীচী সভাপতি বদিউর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।