Apan Desh | আপন দেশ

ফাঁসির মঞ্চে প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকরা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১ মার্চ ২০২৫

আপডেট: ২১:২০, ১ মার্চ ২০২৫

ফাঁসির মঞ্চে প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকরা 

দাবি মেনে না নেয়ায় প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

শনিবার (০১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয়জন আন্দোলনকারী অংশ নেন। যদি তাদের দাবি মেনে না নেয়া হয়, তবে প্রতীকী নয়। ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে বিকেল ৪টার দিকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান আন্দোলকারী শিক্ষকরা।

আসাদুজ্জামান নামে এক আন্দোলনকারী বলেন, আমরা টানা ২৪তম দিনের মতো আন্দোলন করছি। আমাদের দাবি মেনে না নেয়ায় আজ প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, দাবি মানা না হলে এটা প্রতীকী কর্মসূচি থাকবে না। ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন তারা।

আরওপড়ুন<<>>২৫ ক্যাডারের পূর্ণদিবস কর্মবিরতি কাল

উল্লেখ্য, তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে ২০২৪ সালের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের ফলাফল ও নিয়োগপত্র প্রদান-সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়