 
										ছবি : আপন দেশ
রাজধানীর উত্তরায় ‘লাভ লীন’ রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সবশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করে। এ ঘটনায় সাত জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু যানা যায়নি।
এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বমোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়তলা ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে কী কারণে আগুন লেগেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা আছে কি না, তা নিয়ে তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































