Apan Desh | আপন দেশ

পাসপোর্ট খাতে দুর্নীতির হার ৮৬ শতাংশ : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৩ ডিসেম্বর ২০২৪

পাসপোর্ট খাতে দুর্নীতির হার ৮৬ শতাংশ : টিআইবি

ছবি: সংগৃহীত

দেশের সেবা খাতে সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। যেখানে দুর্নীতির হার ৮৬ শতাংশ। গ্রামাঞ্চলে ৮৮ দশমিক ৬ শতাংশ এবং শহরাঞ্চলে ৮১ শতাংশ। পাসপোর্ট  খাতে সেবা নিতে ৭৪ দশমিক ৮ শাতাংশ পর্যন্ত সেবা গ্রহিতাকে ঘুষ দিতে হয়েছে।

মঙ্গলবারে (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে 'সেবাখাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ-২০২৩' প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআবি)।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও টিআইবির গবেষক আব্দুল হান্নান গবেষণা তুলে ধরেন।

ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিগ্রস্ত পরের খাতগুলো হলো হলো, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য, গ্যাস, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা খাতে।

ইফতেখারুজ্জামান বলেন, মানুষ সেবা নিতে গিয়ে যে সব দুর্নীতি শিকার হয় সেগুলো এই জরিপে তুলে ধরা হয়েছে। বিদেশে টাকা পাচার করাসহ বড় বড় দুর্নীতি এখানে উঠে আসেনি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়