ছবি: আপন দেশ
যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা-ভাঙচুর করেছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উভয় কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে মোল্লা কলেজে হামলা চালায়। এতে কলেজের নানা সামগ্রী ও সরঞ্জাম লুট করে তারা। হামলার সময় কলেজের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ এ তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি।
বেলা ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো যাত্রাবাড়ী-ডেমরা এলাকা।
এর আগে প্রথমে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রোববার রাজধানীর ৩৫টি কলেজের ছাত্ররা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নেন। এ সময় আগে তারা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের পরীক্ষা চলছিলো। পরীক্ষার হলে হামলা চালায় ছাত্ররা। তাদের তাণ্ডবে পরীক্ষা পণ্ড হয়ে যায়। পরে বাধ্য হয়ে এ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। অপরদিকে রাতে সেন্ট গ্রেগরি কলেজে হামলা চালান সোহরাওয়ার্দী কলেজ ছাত্ররা।
মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর এক বিবৃতিতে জানান, বহিরাগত সন্ত্রাসীরা কলেজে হামলা চালিয়ে নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের মালামাল লুট করেছে। এ ছাড়া বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা অধিকাংশ শিক্ষার্থী নয়। বরং সন্ত্রাসী।
অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান জানান, হামলায় নিহতের খবর তিনি নিশ্চিত নন। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় দেশীয় অস্ত্র ও পিস্তল ব্যবহার করা হয়েছে।
এদিকে ১৮ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত মোল্লা কলেজের ছাত্র অভিজিতের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ২০ নভেম্বর বিক্ষোভ শুরু হলে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































