Apan Desh | আপন দেশ

দ. কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বস্ত্র-পাট উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৫১, ২৮ অক্টোবর ২০২৪

দ. কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বস্ত্র-পাট উপদেষ্টার সাক্ষাৎ

ছবি: আপন দেশ

বস্ত্র, পাট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জে. (অব) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত করে।

সাক্ষাতে সাখাওয়াত হোসেন বস্ত্র, পাট ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশে বিভিন্ন খাতে কোরিয়ার সংশ্লিষ্ট একাধিক প্রকল্প চলছে। অনেক কোরিয়ান নাগরিকও বাংলাদেশে কাজ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন উপযুক্ত পরিবেশ রয়েছে। পিপিপি ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে বন্ধ থাকা মিলগুলো উৎপাদনে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল প্রাণ গ্রুপকে দুটি মিল ৩০ বছরের জন্য লীজে প্রদান করা হয়েছে। প্রতিটি মিলে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বিনিয়োগকারীরা লিজ প্রক্রিয়ায় সহজেই অংশ নিতে পারবেন। এছাড়া নৌ-খাতে, ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পেও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা যৌথ উদ্যোগের মাধ্যমে এ খাতে বিনিয়োগ করা যেতে পারে।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল জানান, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানিকারক দেশ। প্রতিনিধিদল খুলনার একটি মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়