Apan Desh | আপন দেশ

বিসিএ’র সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মতিন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:২৩, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪০, ২৬ ডিসেম্বর ২০২৪

বিসিএ’র সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মতিন

মো. মিজানুর রহমান ও আবুল খায়ের

বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্টার সাইন এর স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইনভ্যালির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকায় ভ্যানগার্ড কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে আবদুল কুদ্দুস ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম মনির তুলি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ ভোট।

২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি- কামাল হোসেন খান, সহ-সভাপতি- মো. তোসাদ্দিক হোসেন মইনুল, সহ-সাধারণ সম্পাদক (১)- মো. মিরাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক (২)- মো. রেজাউল করিম (রেজা), সহ-সাংগঠনিক সম্পাদক- মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক- শামসুল আলম, দফতর সম্পাদক- মো. ইউসুফ, প্রচার সম্পাদক- মো. শাহজাদা, সহ-প্রচার সম্পাদক- মো. সুজন, তথ্য ও প্রকাশনা সম্পাদক- কাজী মো. জহিরুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক- জহিরুল ইসলাম, সাহিত্য  ও সংস্কৃতি সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর ফকির, সমাজকল্যাণ সম্পাদক- এইএম রায়হান রুবেল, শ্রম ও জনসংযোগ সম্পাদক- মো. আতিহুজ্জামান কাজল ও ধর্ম বিষয়ক সম্পাদক- মো. আবদুস সবুর জিন্নাহ। 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. শফিকুল স্বপন, মো. আশরাফুল ইসলাম (আরিফ) ও মো. মোবারক হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও নির্বাচন কমিশনার হিসেবে বিসিএর সিনিয়র সদস্য মো. শাহ আলম ও মো. সেলিম নির্বাচন পরিচালনা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়