Apan Desh | আপন দেশ

ফের টিআইবি পুরস্কার পেল ‘তালাশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৫ ডিসেম্বর ২০২৪

ফের টিআইবি পুরস্কার পেল ‘তালাশ’

ছবি: সংগৃহীত

আবারও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার–২০২৪–এর টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কর তুল দেয়া হয়।

২০২৩ সালের ১৪ এপ্রিল ‘গরিবের চাল-আটা খায়, ডিলার ও কর্মকর্তায়’ শিরোনামে প্রচারিত তালাশের ২৪৫তম পর্বের জন্য এবার পুরস্কার বিজয়ী হয় ‘তালাশ’।

সরকারের ভর্তুকির টাকায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ওপেন মার্কেট সেল (ওএমএস)’ কার্যক্রমের ট্রাকসেল ও দোকানে যে চাল-আটা দেয়া হয়, সেগুলো ভোক্তাদের না দিয়ে গোপনে বস্তা পরিবর্তন করে চড়া দামে বাজারে বিক্রি করা হয়। প্রতিদিন শতশত টন চাল-আটা এভাবে চোরাইভাবে বিক্রি করা হয়। তালাশের অনুসন্ধানে বেড়িয়ে আসে এই দুর্নীতির সাথে জড়িত খাদ্য অধিদপ্তরের ডিলার ও কর্মকর্তাদের নাম। 

এ নিয়ে পাঁচ বার টিআইবি পুরস্কার বিজয়ী ‘তালাশ’। ২০২৩ সালের টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরষ্কারও পায় ‘তালাশ’।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়