Apan Desh | আপন দেশ

সহকারী জজ পদে লিখিত পরীক্ষার কেন্দ্র কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৬ এপ্রিল ২০২৩

সহকারী জজ পদে লিখিত পরীক্ষার কেন্দ্র কোথায়?

প্রতীকী ছবি

সহকারী জজ পদে (১৬শ বিজেএস) নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ মে থেকে ১০দিন চলবে এ পরীক্ষা। ১০০টি পদেরবিপরীতে এক হাজার ৮২ জন এতে অংশ নেবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিকসহ ৫টি বিষয়ে লিখিত পরীক্ষা হবে। 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএম রেজা জাকেরের (জেলা ও দায়রা জজ) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে। আবশ্যিক সাধারণ ও আইন বিষয়সমূহের পরীক্ষা ২১ মে থেকে চলবে ৩০ মে পর্যন্ত। আর ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

এর আগে গত ১৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকায় তিনটি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএসের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা হয়। এরপর ১৯ মার্চ ঘোষণা করা হয় পরীক্ষার ফল। এ পরীক্ষায় এক হাজার ৮২ জন উত্তীর্ণ হন।

জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ হাজার ৯৩৫ টাকা বেতন স্কেলের ১০০টি পদের (বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে) জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়