Apan Desh | আপন দেশ

ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ২৮ মে ২০২৫

আপডেট: ১০:৫৯, ২৮ মে ২০২৫

ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

জাতিসংঘ ও বিশ্ববাসীর আহবান উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্মম গণহত্যা চালাচ্ছে ইয়াহুদিবাদী ইসরায়েলের সেনারা। ইতিমধ্যেই ভূখণ্ডটির ৮৫ ভাগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে দখলদাররা। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে।

বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের এ বার্তাসংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯ জনে। 

বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে।

আরও পড়ুন<<>>লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় উদ্বিগ্ন ভারত

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের নতুন করে গাজায় আক্রমণ শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৯০১ জন নিহত এবং ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ হামলা জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে চালানো হয়।

এরই মধ্যে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলা চলছে, যা দক্ষিণ আফ্রিকার দাখিল করা একটি অভিযোগের ভিত্তিতে গ্রহণ করেছে আদালত।

এছাড়া ৬০০ দিনের এ যুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। পরিস্থিতি এখনো সংকটাপন্ন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া এ সংকটের অবসান সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়