
ছবি ভিডিও থেকে নেয়া।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা হয়। পাশাপাশি কর্মমুখী শিক্ষা দেয়া হয়েছে। যেন স্বাভাবিক জীবনে ফিরে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। সুস্থ হওয়া এসব ব্যক্তিকে সার্টিফিকেট দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটিকে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যক্তিদের পড়তে ও লিখতে জানাও শেখানো হয়েছে।
কান্দাহারের সামাজিক ও শ্রম বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ বলেছেন, এ প্রোগ্রামের আওতায় ৬০০ ব্যক্তিকে ছয়টি আলাদা কর্মমুখী শিক্ষা দেয়া হয়েছে। তারা নিজেদের বাড়িতে ফিরে যাবে। এছাড়া তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও দেয়া হবে।
কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব বলেছেন, শারীরিক চিকিৎসা দেয়ার পাশাপাশি, আমরা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া তাদের পুনর্বাসন প্রশিক্ষণও দিয়ে থাকি। যেন তারা সমাজের সঙ্গে মিশতে ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
কর্মমুখী শিক্ষা পাওয়া ফরহাদ নামে এক ব্যক্তি বলেন, এখানে আমাদের চিকিৎসার ওপর বেশ গুরুত্ব দেয়া হয়। চিকিৎসার পর আমরা আবারও আগের স্বাস্থ্য ফিরে পেয়েছি। সঙ্গে আমাদের কর্মমুখী শিক্ষা দেয়া হয়েছে। আমি শিখেছিল সেঁলাইয়ের কাজ। এ কেন্দ্র ছাড়ার পর আমার নিজস্ব ব্যবসা দেয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন>>>ভারতে হোলির আগে ত্রিপলে ঢাকছে মসজিদ
গুলাব নামে অপর এক ব্যক্তি বলেছেন, যখন আমি এ মাদক নিরাময় কেন্দ্র ছেড়ে যাব, আমি তরুণদের উপদেশ দেব তারা যেন মাদক ছেড়ে দেয়। কারণ এটি ক্ষতিকর। আমার নিজের দর্জির দোকান দেয়ার ইচ্ছা আছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের ২০০ ডলার সমপরিমাণের যন্ত্রাংশ দেয়া হবে। যেন এসব যন্ত্রাংশ ব্যবহার করে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে।সূত্র: তোলো নিউজ
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।