
ছবি: আপন দেশ
বেপজা কমপ্লেক্সে এক চালককে প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়ার প্রতিবাদে এবং চলমান তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে পৌঁছে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানব না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ নানা স্লোগান দেন।
আরওপড়ুন<<>>হলের দোকানে ডাকসু নেতাদের জরিমানা, যা বললেন প্রক্টর
এ বিষয়ে তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান গভীর ষড়যন্ত্র আরও প্রকট আকার ধারণ করেছে। আমরা অবিলম্বে এমন প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।
যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ২০১৩ সাল থেকে স্বৈরাচারী সরকারের মদদে সৃষ্ট ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নে এমন সিন্ডিকেট ভেঙে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৌশল খাতের সংস্কার আমরা আদায় করব। ডিপ্লোমা সিন্ডিকেট রুখতে ইন্টেরিম সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।