Apan Desh | আপন দেশ

ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাবে টালমাটাল এশিয়ার শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ২১:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাবে টালমাটাল এশিয়ার শেয়ারবাজার

ছবি: আপন দেশ

কানাডা, মেক্সিকো এবং চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার শেয়ারবাজারে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) এশিয়ার শেয়ারবাজারে দেখা দেয় দরপতন।

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন আদতেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ক্ষমতায় ফিরেই ডোনাল্ড ট্রাম্প জারি করছেন একের পর এক নির্বাহী আদেশ। ছুড়ে দিচ্ছেন শুল্ক আরোপের হুঁশিয়ারি। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর কড়া শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন। যার প্রভাব এরমধ্যেই দেখা যেতে শুরু করেছে বিশ্বজুড়ে। 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের শেয়ারবাজারে দরপতন ঘটে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে ই-কমার্স বা অনলাইন ব্যবসার ওপরও।

শনিবার (০১ ফেব্রুযারি) ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার পর সোমবার (০৩ ফেব্রুয়ারি) হংকংয়ের হাং সেং এর সূচক ২ শতাংশ পড়ে যায়। একইভাবে, দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের সূচক ৩ শতাংশ, জাপানের ১ দশমিক ৬ শতাংশ এবং ভারতের ০ দশমিক ৮১ শতাংশ পতন হয়। 

তবে বিশ্লেষকরা বলছেন, আচমকা এই দরপতনের সঙ্গে বাজেট কিংবা অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই।

সংশ্লিষ্টদের মতে, সপ্তাহান্তে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন। তারাও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো। ধারণা করা হচ্ছে ,পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে শুল্ক যুদ্ধ, যা বিশ্ব অর্থনীতির জন্য মোটেই সুখকর নয়। 

শুল্ক আরোপের এই প্রতিযোগিতায় এরমধ্যেই অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন,  শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা না দিলেও, মাস বা বছরের ব্যবধানে তা বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান নষ্ট করে দেবে। যা তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। 

এরমধ্যেই, কানাডা এবং চীনের মতো দেশগুলোতে দেশীয় উৎপাদন বাড়ানো নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। এতে, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের আমদানি-রফতানি বাজারে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়